ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আটক মো. রাকিবুল হাসান রিগেনের সিরিয়া যাওয়ার কথা ছিল বলে নিজেই জানিয়েছেন।
এক বছর আগে বগুড়ার বাড়ি থেকে আসা হাসানকে মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানীর ওই বাড়ি থেকে আহতাবস্থায় আটক করা হয়।
কল্যাণপুরের যে মেসটিতে অভিযানে ৯ জঙ্গি নিহত হন, সেখানে বাবুর্চির কাজ করতেন বলে হাসান দাবি করেছেন।
তাজ মঞ্জিলে পুলিশের অভিযান শুরুর ঘণ্টাখানেক পর রাত পৌনে ২টার দিকে হাসানকে (২৫) আটকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতোলে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ওয়ার্ডে গিয়ে পুলিশ বেষ্টিত অবস্থায় হাসানকে শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। তার পায়ে ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন নিচু স্বরে।
হাসান পুলিশকে বলেন, কল্যাণপুরের ওই ফ্ল্যাটে এক মাস ধরে রয়েছেন তিনি। শফিক নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি সেখানে ঢোকেন। ওই ফ্ল্যাটে আরো ১০ জন থাকতেন।
সোয়াটের নেতৃত্বে এ অভিযানে মোট ৯ জন নিহত হন, তারা সবাই জেএমবির সদস্য বলে ধারণা করছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।
হাসান বলেন, ওই ফ্ল্যাটে তিনি শুধু রান্নার কাজ করতেন।
পুলিশ সদস্যদের সঙ্গে কথপোকথনের একপর্যায়ে হাসান বলেন, তার সিরিয়া যাওয়ার কথা ছিল। আইএসে যোগ দিতে বিশ্বের অনেক দেশ থেকে অনেকের সিরিয়া যাওয়ার নজির রয়েছে। বাংলাদেশ থেকেও কয়েকজন গেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
হাসানের সঙ্গে কথা বলার একপর্যায়ে এসআই শাহজাহান বুঝতে পারেন আশপাশে সাংবাদিকও রয়েছেন। তখন পুলিশ সদস্যরা অন্য সবাইকে ওয়ার্ড থেকে বের করে দেন।
হাসাপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকেও পুলিশ অবস্থান নেয়। ক্যামেরা নিয়ে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
হাসানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপস্থিত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসান বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন। একবার বলে পড়াশোনা করে, আবার বলছে, আমি পড়াশোনা করি না।
‘একবার বলে জেহাদ করতে সিরিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু পরক্ষণেই আবার চুপ হয়ে যায়।’
গত ছয় মাস ধরে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ না থাকার কথা জানিয়েছেনহাসান বলে এ গোয়েন্দা কর্মকর্তা জানান।
তবে হাসানের মা রোকেয়া আক্তার দাবি করেছেন, এক বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ১৮ বছর বয়সী তার ছেলে।
বগুড়া সদর উপজেলার জীবননগরের বাসিন্দা হাসানের মা নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা। তার বাবা রেজাউল করিম এক বছর আগে মারা যান।
হাসান গতবছর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়ার পর বগুড়ার জলেশ্বরী এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।
আহত সন্দেহভাজন জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে (১৭) টিভিতে দেখে শনাক্ত করেছেন তার মা। তিনি বগুড়া শহরের জামিলনগর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।
এ ঘটনায় বেলা আড়াইটার দিকে আহত জঙ্গি রিগ্যানের মা রোকেয়া বেগম ও বোন তানিয়া সুলতানাকে আটক করে থানায় নিয়ে গেছে বগুড়া সদর থানা পুলিশ।
রিগ্যানের মা রোকেয়া বেগম বগুড়া শহরের একটি ক্লিনিকে সেবিকা হিসেবে কাজ করেন।
আটকের পর রোকেয়া বেগম গণমাধ্যমকে জানান, রিগ্যান ২০১৫ সালের ২৬ জুলাই কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বগুড়া থানায় একটি জিডিও করা হয়। সে শহরের রেটিনা কোচিং সেন্টারে মেডিকেল কোচিং করতো।
তিনি জানান, নিখোঁজ হওয়ার এক বছর হলো আজ। এ সময়ের মধ্যে বাড়ির কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। আজ টিভিতে দেখে জানতে পারি- আমার ছেলে যৌথবাহিনীর অভিযানে আহত হয়েছে।
রোকেয়া বেগম জানান, নিখোঁজের পর জিডি করেছি। অথচ তাকে খুঁজে বের করতে পুলিশের কোনো ভূমিকা ছিল না।
২৬ জুলাই মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হন। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এ ঘটনায় আহত হয়ে আটক হন হাসান। পালিয়ে গেছেন আরেকজন।
অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এ খবর নিশ্চিত করেন। জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান শুরু হয়।
কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে আটজনের পরিচয় মিলেছে। অভিযানের সময় গুলিবিদ্ধ আটক যুবকই আটজনের পরিচয় জানিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।
নিহতরা হলেন রবিন, অভি, আতিক, সোহান, ইমরান, তাপস, ইকবাল ও সাব্বির। তবে অপর আরেকজনের পরিচয় জানাতে পারেনি গুলিবিদ্ধ যুবক।
আইজিপি এ কে এম শহীদুল হক আজ মঙ্গলবার সকাল ৮টায় সাংবাদিকদের জানান, হাসান (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে ১২টার দিকে অভিযানের সময় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ের চারতলা থেকে দুই যুবক লাফিয়ে পড়ে। পরে পুলিশের গুলিতে আহত হয় হাসান।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম