ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার তাজ মঞ্জিল ভবনটিতে মঙ্গলবার ভোরে অভিযান চালানোর পর দুপুরে ভবনের মালিককে আটক করা হয়েছে। তার মাসহ ৪২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানায় নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৩ নারী ও দুটি শিশু রয়েছে।
মীরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাজ মঞ্জিলে বসবাস করেন এমন ৪২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের সঙ্গে তাদের কেউ জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো সম্পৃক্ততা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেয়া হবে।
জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাড়ির বর্তমান মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাডভোকেট জুয়েল, তার মা মমতাজ বেগম এবং কেয়ারটেকার। একজন সাংবাদিকও রয়েছেন।
জানা গেছে, বাড়ির মালিক অ্যাডভোকেট জুয়েল ঈদের আগে দেশে ফিরে আসেন। তিনি আমেরিকান-বাংলাদেশি। আল্লামা ইকবাল অনিক নামের একজনের বাড়ি কুড়িগ্রামে।
আশিক শ্যামলী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র। শাহাবুলের বাড়ি দিনাজপুরে। তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কামরুল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তিনি মিরপুরের একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
কামরুলের বড় ভাই কাইয়ুম জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে তার। কিন্তু এখন ফোন কেটে দিচ্ছে।
জানা গেছে, কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩/৫ নম্বর বাড়িটির ষষ্ঠ তলায় মেস করেই থাকত নিহতরা। ৬ তলা ভবনের প্রতিটি তলায় ৪টি ইউনিটে অর্ধশতাধিক লোক থাকতেন। ওই ৬ তলা বাড়ির ৪ তলা ও ষষ্ঠ তলা মেস, বাকি ফ্লাটগুলোতে বাস করে ৪টি পরিবার।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম