মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৮:২৬:১৫

কল্যাণপুরে নিহতরা ‘জঙ্গি’ কি-না সন্দেহ দেশবাসীর : হান্নান শাহ্

কল্যাণপুরে নিহতরা ‘জঙ্গি’ কি-না সন্দেহ দেশবাসীর : হান্নান শাহ্

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে নিহতরা ‘সত্যিই জঙ্গি না কি নিরীহ মানুষ’ তা নিয়ে সন্দেহ দেশবাসীর বলে দাবি করেছেনবিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্।

তিনি বলেছেন, কল্যাণপুরে আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে হত্যা করেছে।  নিহতরা জঙ্গি নাকি দেশবাসীর মনে সন্দেহ রয়েছে।  কেন সন্দেহ হয়? কারণ, গুলশানের ঘটনায় দেখা গেল, সেখানে শত শত পুলিশ ছিল, আর ৫-৭ জন জঙ্গি ছিল।  কিন্তু পুলিশ সেই সশস্ত্র জঙ্গিকে মোকাবেলা করতে যায়নি।  

হান্নান শাহ্ বলেন, উনারা (পুলিশ) যখনই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের কথা বলেন, তখনই মানুষের মনে সন্দেহ দেখা দেয়- এরা কি সত্যিই অপরাধী ছিল, নাকি নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে?

মঙ্গলবার দুপুরে ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যাপ ভাসানী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘জঙ্গিবাদ দমন এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান ব্যর্থ সরকারের পদত্যাগের বিকল্প নেই’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে।


হান্নান শাহ্ বলেন, বহু ঘটনা আছে, যেগুলো এ সরকারের নির্দেশে হয়েছে।  কারণ, এমনিতে কোনো ঘটনা ঘটে না।  আমি সেনাবাহিনীতে ছিলাম, জানি- কারো না কারো হুকুমে এসব ঘটনা ঘটে।

তিনি বলেন, দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তখন বিচারবহির্ভূত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।  এসব হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে কার নাম সবার প্রথমে আসবে তা আপনারা জানেন।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে