ঢাকা : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন।
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সরকারের মেয়াদ আড়াই বছর চলে গেছে। আর ২ বছর ৩ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।
বিএনপির নির্বাচনের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মধ্যদিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আগাম নির্বাচন দাবি করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার নির্দেশনা দেন বলেও বৈঠক সূত্রে জানা যায়।
প্রধানমন্ত্রী দলের নারী এমপিদের এলাকায় গিয়ে নারীদের সংগঠিত করারও নির্দেশ দেন।
বৈঠকে জাতীয় নির্বাচন ছাড়াও জেলা পরিষদ নির্বাচন, জঙ্গি হামলাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় উঠে আসে।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম