নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার সকালে খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। খিলগাঁও থানায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভ্যন্তরীন দ্বন্দের কারণে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশের দু’তিনটি মোবাইল টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম