নিউজ ডেস্ক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ওরশ পালন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি, সাংসদ এসএম আবুল কালাম আজাদ। কোথায় এ ওরশ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনই বলতে না পারলেও বনানী বা গুলশান এলাকাকেই পছন্দে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনএফের পাঁচ দফা কর্মসূচি প্রকাশ ও প্রচার উপলক্ষ্যে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
বিএনএফ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা রাজনীতি করি মানবকল্যাণের জন্য। বঙ্গবন্ধুও সারা জীবন রাজনীতি করেছেন মানবকল্যাণে। তিনি নিজের জীবন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন । যেহেতু মানবকল্যাণে তিনি নিয়োজিত ছিলেন সে হিসেবে তিনি আল্লাহ’র ওলি। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ আগস্ট শোক দিবসে রাজধানীতে বঙ্গবন্ধুর নামে ওরশ পালন করবো।’
তিনি বলেন, ‘কোথায় ওরশ পালন করা হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে গুলশান বা বনানীর যেকোনো স্থানে এ ওরশ পালন করা হবে।’
এ সময় তিনি বিএনএফ-এর ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংবিধান সংশোধন, সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল গঠন, বহুদলীয় সরকার ব্যবস্থার প্রবর্তন, জনকল্যানমূলক রাষ্ট্র কায়েম।
এক প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিষয়ে আপোষহীন বলে উনার সঙ্গে বিএনএফ ঐক্য করেছে। যখন দেখা যাবে তিনি এ পথে নেই তখন উনার সঙ্গে ঐক্য থাকবে না।’
দেশ হুমকির মুখে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ধ্বংস করেছে। এখন তারা বাংলাদেশের দিকে নজর দিয়েছে। কারণ, কিছু দিন আগে সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে সোনালী সম্পদ রয়েছে। মার্কিনীরা আমাদের সমুদ্রের নীচের সম্পদ লুট করতে চায়। তবে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে তারা সে সুযোগ না পায়।’
বিএনএফ-এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নাসিরা রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনএফের স্থায়ী কমিটির সদস্য মমতাজ জাহান চৌধুরী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রফন্ট্র ও যুব ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম