বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০৪:১৭:৪৫

কল্যাণপুরে নিহত জঙ্গি শেহজাদও নর্থ সাউথের ছাত্র

কল্যাণপুরে নিহত জঙ্গি শেহজাদও নর্থ সাউথের ছাত্র

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়ির জঙ্গি আস্তানায় নিহত আরেকজনের পরিচয় দিয়েছে পুলিশ। নিহত শেহজাদ রউফ নামে এ যুবকও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

২৭ জুলাই বুধবার শেহজাদের পরিচয় নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।  তবে ঠিক কোনো ছবিটি শেহজাদের তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি বলেন, শেহজাদ রউফের বাড়ি রাজধানীর বারিধারা এলাকায়।  তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র শিক্ষার্থী ছিলেন।  তার বাবার নাম তৌহিদ রউফ।

মাসুদুর রহমান জানান, নিহত রউফও নিখোঁজ ছিলেন।  ভাটারা থানায় নিখোঁজের একটি জিডিও করে তার পরিবার।  জিডির নম্বর-৩৯২।

সম্প্রতি গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় জড়িত জঙ্গিদের মধ্যে নর্থ সাউথের শিক্ষার্থী এবং শিক্ষকের সংশ্লিষ্টতার পর ব্যাপক সমালোচনার চাপে পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

গুলশানের ঘটনার মাত্র কয়েকদিনের ব্যবধানে শোলাকিয়ায় ঈদগাহে বোমা হামলায় নিহত আরেক জঙ্গিরও পরিচয়ে মেলে নর্থ সাউথের।  

জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগে রিমান্ডে আছেন খোদ প্রোভিসি নিজেও।  বারবার জঙ্গি সংশ্লিষ্ট ঘটনায় নর্থ সাউথের সংশ্লিষ্ঠতা নিয়ে সমালোচনার তোপে আছে বিশ্ববিদ্যালয়টি।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় নিহতদের মধ্যে আরেকজনের পরিচয় মিলল নর্থ সাউথের।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়।  এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে