নিউজ ডেস্ক : বিদেশে যুদ্ধরত বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) সদস্যদের ৫১টি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম।
জানা যায়, হুজির বহু সদস্য আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধরত। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানে দুই হুজি সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যায়। অনেকে দেশেও ফিরে এসেছে।
মনিরুল ইসলাম জানান, বিদেশে যারা যুদ্ধরত আছে বা নিহত হয়েছে তাদের পরিবারসহ ইতোমধ্যে ফাঁসিসহ বিভিন্ন দণ্ড পাওয়া জঙ্গিদের পরিবারও এই আর্থিক সহায়তা পাচ্ছে। দেশে সমমতাদর্শের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার এ অর্থ জোগাড় করা হয়ে থাকে।
নাজিমুদ্দিনসহ তিন জঙ্গির দেওয়া তথ্য অনুযায়ী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন এমদাদের একটি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে রাজধানীর বাংলাবাজারে। এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ।
২৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম