ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের ‘অপারেশন স্ট্রর্ম টোয়েন্টি সিক্সে’ নিহত আরেক জঙ্গির পরিচয় মিলেছে। এ নিয়ে পরিচয় মিলল মোট ৮ জনের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, নিহত জঙ্গির নাম রায়হান কবির। তার বাবার নাম শাজাহান কবির। তার বাড়ি রংপুরের পীরগাছায়। তিনি মাদরাসার ছাত্র ছিলেন বলে জানা যায়।
এর আগে বুধবার নির্বাচন আঙ্গুলের ছাপের মাধ্যমে ৭ জঙ্গির পরিচয় নিশ্চিত করেছিল পুলিশ।
ব ভালো পরিবার। ছেলেটিকে অনেকদিন ধরে বাসায় দেখিনি।
প্রসঙ্গত, ২৬ জুলাই গত মঙ্গলবার কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জঙ্গি নিহত হয়। বিল্ডিং থেকে লাফিয়ে পালাতে গিয়ে দুজনের একজন আহত হয়। অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়।
জঙ্গি আস্তানা থেকে আইএসের আদলে তৈরি পতাকা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম