বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৫:২২:০৩

বিএনপিও থাকবে : সৈয়দ আশরাফ

বিএনপিও থাকবে : সৈয়দ আশরাফ

ঢাকা : নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বিএনপিও  প্রশাসনের আওতায় সন্ত্রাসবিরোধী কমিটিতে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসবিরোধী কমিটি করবে।  এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী হবে।  এ কমিটিতে কে থাকবে আর না থাকবে তা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।  কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে সেটি দলীয় হবে না। সেখানে সব ধরনের লোক থাকবে।

ডিসিদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিসিরা আইনশৃঙ্খলা বাহিনীর না।  তবে তারা জেলা প্রশাসনের নেতৃত্ব দেন।  ডিসিদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে বলে মনে হয় না।

গত শনিবার রাতে গণভবনে দলীয় বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন, এ কমিটি হবে সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে।  সেখানে যেন আওয়ামী লীগকে প্রাধান্য দেয়া না হয়।  সভাপতি বা আহবায়ক হবেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি।  

তিনি বলেছিলেন, আওয়ামী লীগের হতে হবে এমন না হলেও চলবে, তবে খেয়াল রাখতে হবে যেন জামায়াত-শিবিরের লোক এখানে ঢুকে না পড়ে।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে