ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী পুলিশের ‘অপারেশন স্টর্ম ২৬’ অভিযানে যে ৯জন নিহত হয় হয়েছে তাদের মধ্যে আটজনের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে।
এদের পরিচয় থেকে দেখা যাচ্ছে, এই জঙ্গীরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এদের মধ্যে হতদরিদ্র পরিবারের সদস্যও যেমন রয়েছে তেমনি রয়েছে ধনাঢ্য পরিবারের সন্তানও।
আটজনের মধ্যে পুলিশ জানাচ্ছে একজন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের নাতি ।
পুলিশি অভিযানে নিহতদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তির পরিচয় আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে তিনি পীরগাছা রংপুরের মোহাম্মদ রায়হান কবির বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
এদিকে কল্যাণপুরে নিহতদের ‘জঙ্গি’বেশে পোজ দেয়া বেশকিছু ছবি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে এসেছে। ওই আস্তানা থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক্স ডিভাইস থেকে এসব ছবি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পুলিশ বলছে, নিহত রায়হান কবির মাদ্রাসায় পড়ালেখা করেছেন এবং জেএমবির ঢাকা অঞ্চলের কমাণ্ডার ছিলেন। পুলিশের কাছে তার পরিচয় ছিল তারেক নামে।
তারেক গত ডিসেম্বর আশুলিয়ার বারইপাড়া পুলিশ হত্যা মামলার আসামী ছিল এ কথা গণমাধ্যমকে বলেছেন মনিরুল ইসলাম।
এছাড়া গুলশান আর্টিজান রেস্টুরেন্টে হামলার মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ দুজন প্রশিক্ষক সম্পর্কে তথ্য পেয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরের একটা চরে তারা ট্রেনিং ক্যাম্প স্থাপন করেছিল। সেখানে সাতজনকে প্রশিক্ষণ দিয়েছিল যে দুই প্রশিক্ষক তাদের একজন ছিল ওই তারেক।
কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহতদের বিস্তারিত পরিচয় জানিয়ে মনিরুল ইসলাম বলেন, এদের মধ্যে তিনজন ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একজন নর্থ সাউথ থেকে পাস করে বেরিয়েছে। বাকি দুজন নর্থ সাউথে অধ্যয়নরত ছিল।
তিনি বলেন, তিনজন হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। একজন একেবারেই স্বল্পশিক্ষিত। ক্লাস ফোর পর্যন্ত পড়েছে। আরেকজন নোয়াখালি গভর্মেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বিভাগে পড়াশোনা করত।
অভিযানে নিহত তালিকার আরেকজন আকিফুজ্জামান খানও ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। তার দাদা ছিলেন মোনেম খান, যিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর।
এর আগে জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে সন্দেহভাজন সাত জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।
মনিরুল ইসলাম আজ অষ্টম যে ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন সেই রায়হান কবিরের চাচা আব্দুর রউফ গণমাধ্যমকে বলেছেন, কৃষিজীবী বাবার চার সন্তানের মধ্যে কনিষ্ঠ রায়হান ঢাকায় পোশাক কারখানায় কাজ করত।
প্রায়ই একই ধরনের পরিবারের সন্তান দিনাজপুরের আব্দুল্লাহ, যার নাম বুধবারেই প্রকাশ করেছিল পুলিশ। তার ভাই আবুল কালাম আজাদ জানিয়েছেন, তাদের পারিবারিক পেশা মূলত রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রি। এভাবেই ভাইয়ের পড়ার খরচ যোগাতেন তারা।
যে আকিফুজ্জামান খানকে সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের নাতি বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, তিনি ঢাকার গুলশানের অধিবাসী।
যুক্তরাষ্ট্রেই শৈশব কাটিয়ে ঢাকায় এসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেছেন তাজ-উল হক রাশিক। ওই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজেদ রউফ অর্ক ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক।
কল্যাণপুরে অভিযানের আগে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ হামলার ঘটনায় নিহত জঙ্গীরাও ছিল এমন ধনী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম