বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০৯:২০:৫৯

জঙ্গি বিষয়ে যা বললেন ছাত্রশিবিরের সভাপতি

জঙ্গি বিষয়ে যা বললেন ছাত্রশিবিরের সভাপতি

ঢাকা : দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের বদলে তা নিয়ে অপরাজনীতি করে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণকে বিভ্রান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করছে সরকার।

২৮ জুলাই বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে তিনি  এসব কথা বলেন।

সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

শিবির সভাপতি বলেন, জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে, জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আওয়ামী সরকার ঘৃণ্য রাজনীতি শুরু করেছে।  জঙ্গি দমনে সরকারের রহস্যময় ব্যর্থতা জাতির কাছে এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

তিনি বলেন, সবাইকে বিভ্রান্ত করতে ছাত্রশিবিরকে টার্গেট করেছে সরকার।  কিন্তু এরই মধ্যে সরকার, পুলিশ ও কিছু গণমাধ্যমের ষড়যন্ত্র জনগণের সামনে ধরা পড়ে গেছে।  পাবনায় ফাদার লুক হত্যা চেষ্টা মামলায় নিরপরাধ শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করে অপপ্রচার চালায় পুলিশ।

শিবির সভাপতি বলেন, কিন্তু স্বয়ং ফাদার লুক তার হত্যা চেষ্টার সাথে শিবির নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।  সম্প্রতি মাদারীপুরে জনগণের হাতেনাতে ধরা পড়া একমাত্র জঙ্গি ফাহিমকে স্বয়ং প্রধানমন্ত্রী শিবিরকর্মী উল্লেখ করে জাতির সামনে মিথ্যাচার করেন।  

তিনি বলেন, কিন্তু ফাহিমকে মাদারীপুর পুলিশ সুপার সারওয়ার হোসেন হিজবুত তাহরির কর্মী বলে উল্লেখ করে জাতির সামনে প্রধানমন্ত্রীর মিথ্যাচারকে প্রমাণ করে দিয়েছেন।  পুলিশ বলেছিল- ঝিনাইদহে জঙ্গি নেই।  অথচ যে ঝিনাইদহে জঙ্গি নিবরাসসহ অন্য জঙ্গিদের আস্তানা ছিল।

আতিকুর রহমান বলেন, তারাই সংখ্যালঘুদের হত্যা করেছে বলে সচেতন মহল মনে করে।  যারা মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।  একইভাবে জুলুম নির্যাতন চলছে দেশের অন্যান্য স্থানেও।  

শিবির সভাপতি বলেন, জঙ্গিবাদের সাথে কোনো দলকে জড়াতে হলে আ.লীগকেই জড়াতে হবে।  জঙ্গিবাদের উত্থান ঘটেছিল আ.লীগের আমলে।  শায়খ আব্দুর রহমানসহ জঙ্গিদের শীর্ষ নেতারা আ.লীগের কেন্দ্রীয় নেতার নিকটাত্মীয়।

তিনি বলেন, অন্যদিকে সম্প্রতি গুলশানে হামলাকারী অন্যতম জঙ্গি ইমতিয়াজ ঢাকা মহানগর আ.লীগ নেতার ছেলে।  কল্যাণপুরে জঙ্গি আস্তানার মালিক ৮ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক এবং সেখানে ৯ জঙ্গির একজন আ.লীগ নেতার ছেলে।

সম্প্রতি সরকারের তথাকথিত সাঁড়াশি অভিযানের সময় ৬৩ জেলায় একযোগে বোমা হামলার আসামি নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকারের বোঝা উচিত, জঙ্গিবাদ কোনো দল বা ব্যক্তির সমস্যা নয় এটি জাতীয় নিরাপত্তা সমস্যা।  দলমত ভুলে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবেলা করা উচতি।  ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ সমস্যার সমাধান হবে না।  সময় ক্ষেপণ না করে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা সমাধান করুন।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে