বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১১:০৬:৫৩

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত এরাও নর্থ সাউথের ছাত্র

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত এরাও নর্থ সাউথের ছাত্র

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৩ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  এদের মধ্যে একজন সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নাতি।

কল্যাণপুরে অভিযানে নিহতদের বিস্তারিত পরিচয় জানিয়ে মনিরুল ইসলাম বলেন, এদের মধ্যে তিনজন ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  একজন নর্থ সাউথ থেকে পাস করে বেরিয়েছে।  বাকি দুজন নর্থ সাউথে অধ্যয়নরত ছিল।

তিনি বলেন, ৩ জন হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। একজন একেবারেই স্বল্পশিক্ষিত।  ক্লাস ফোর পর্যন্ত পড়েছে।  আরেকজন নোয়াখালী গভর্মেন্ট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বিভাগে পড়াশোনা করত।

অভিযানে নিহত আকিফুজ্জামান খানের দাদা ছিলেন মোনেম খান, যিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর।

এর আগে জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে সন্দেহভাজন সাত জঙ্গির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

ওই তিন জঙ্গি হলেন আকিফুজ্জামান খান, সাজ্জাদ রউফ অর্ক এবং তাজ-উল হক রাশিক।  

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুরের জঙ্গি রায়হান কবির গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল। তার সঙ্গে আরো একজন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিল।  

গাইবান্ধার সাদুল্লাহপুরের একটি চরে ৭ জঙ্গিকে প্রশিক্ষণ দেয়া হয়।  রায়হানের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়।  তার ছদ্মনাম তারেক।  সে আশুলিয়ার বাড়ৈপাড়ায় পুলিশের ওপর হামলায় জড়িত ছিল।  পুলিশ তাকে খুঁজছিল।

মনিরুল ইসলাম বলেন, রায়হান কবির নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ঢাকা অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছিল।  সে পড়াশোনা করেছে মাদ্রাসায়।  আব্দুল্লাহ ও আবু হাকিম নাঈমও মাদ্রাসায় পড়াশোনা করেছে।

এর আগে জানা গেছে সাজ্জাদ রউফ অর্ক যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।  সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ছিলেন।

সোমবার রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিলের ছয় তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে মঙ্গলবার সকালে সেখান থেকে সন্দেহভাজন জঙ্গির মৃতদেহ উদ্ধার ও একজনকে জীবিত উদ্ধার করা হয়।  নিহতদের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।  সেখানে মোট ১১ জন ছিল।  এদের মধ্যে ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে