ঢাকা : রাজধানীর গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর জীবিত উদ্ধার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম কোথায় তা জানেন তার বাবা। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দিলেও বাড়ি ফেরেননি তিনি।
কোথায় আছেন হাসনাত করিম এর উত্তর তার পরিবারের কাছেও নেই। পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে ছেড়ে দেয়ার দাবি করলেও এদিন রাত সাড়ে ৯ টা পর্যন্ত ঘরে ফেরেনি বলে গণমাধ্যমকে জানান তার বাবা ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের পর হাসনাত করিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি বলে জানান তার বাবা।
এর আগে গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ হামলাকারীও নিহত হয়।
ওই ঘটনার পর কোরিয়ান এক নাগরিকের ভিডিও ফুটেজে দেখা যায়, হলি আর্টিজানে জিম্মিদশায় জঙ্গিদের সঙ্গে হাসনাত করিমের আচরণ ছিল অস্বাভাবিক। জীবিত উদ্ধার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত করিমকে আ্ইনশৃঙ্খলা বাহিনী আটকে রাখে।
চাপে পড়ে জঙ্গিদের মদদ দেয়ার কথা স্বীকারও করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী ছড়ে দেয়ার পর বর্তমানে তিনি কোথায় আছেন তা জানে না তার পরিবার।
২৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম