নিউজ ডেস্ক : পবিত্র মক্কার মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১১০০ পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ড. তারিক ফজল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পাকিস্তানি দৈনিক দা ন্যাশন এবং এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়।
এর আগে গত রবিবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ সর্বশেষ যে তথ্য জানান তাতে বলা হয়, মিনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৪ জনে।
বৃহস্পতিবারের ভয়াবহ ওই ঘটনায় পাকিস্তানের ৪০ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৩ জন।
এখন পর্যন্ত প্রকাশিত তথ্যমতে, মিনায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ইরানি নাগরিক, ২২৬ জন। এছাড়া এখনো ২৪৮ ইরানি নিখোঁজ রয়েছে।
এদিকে মিনায় নিহতদের মধ্যে ২২ বাংলাদেশিকে সনাক্ত করা গেছে বলে জানিয়েছে বাংলাদেশের ধর্মসচিব।
এছাড়া এখনো ৯০ জনের মত বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ