ঢাকা : গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে অপারেশন স্টর্ম-২৬ অভিযানে নিহত ৯ জঙ্গির আরো একজন মার্কিন নাগরিক বলে জানা গেছে। তার নাম তাজ-উল-হক রাশিক। তাজ মঞ্জিলেই গুলিতে নিহত হন তিনি।
নিহতদের মধ্যে সেজাদ রউফ অর্ক ওরফে মরক্কো মার্কিন নাগরিক বলে জানা যায়। যদিও তার নাগরিকত্বের বিষয়টি এখনো নিশ্চিত করেনি ওয়াশিংটন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাশিক ১৯৯০ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তার বাবা রবিউল ইসলাম ও মা জাহানারা বেগম তখন দেশটিতে অবস্থান করেছিলেন। জন্মসূত্রে রাশিক ছিলেন আমেরিকান নাগরিক।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ১১/এ নম্বর রোডের ৭২ নম্বর বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান নিহত রাশিকের বাবা রবিউল ইসলাম।
রাশিকের পারিবারিক সূত্র জানায়, গত ৫ এপ্রিল রাশিক বাসা থেকে নিখোঁজ হয়। অভিমানে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি করা হয়নি।
রাশিক নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গত বছরের ১৫ ডিসেম্বর মাস্টার্স শেষ করেন।
তার বাবা রবিউল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম গত বছর দু’বার তার বাসায় এসে ছেলের সঙ্গে দেখা করেন। ড্রইং রুমে বসে হাসনাত রেজা করিম তার ছেলের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন। তবে কী আলাপ হয়েছে- সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।
রাশিক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির হিযবুত তাহরিরের সদস্য। এ অভিযোগে গত বছরের ১৫ আগস্ট ধানমণ্ডি থানা পুলিশ রাশিককে বাসা থেকে আটক করেছিল। পরে মুচলেকায় রাশিককে ছেড়ে দেয়া হয়।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম