নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বেলা ১১ টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার রাত ১২ টার দিকে রুহুল কবির রিজভী বলেন, বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বের হতে পারছি না।
এদিকে, রাত পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রিজভী সাহেব এখনও অফিসে অবরুদ্ধ অবস্থায় আছেন। সকালে সংবাদ সম্মেলনের পর বেরুতে পারেননি। এরপর পুলিশ গুলশান কার্যালয়ের বাইরে অবস্থান করে।
সূত্রের খবর, মূলত রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ কার্যালয়ের বাইরে অবস্থান করে। গ্রেফতারি এড়ানোর জন্যই শুক্রবার গুলশান কার্যালয়ে অবস্থান নেন রিজভী।
তবে এবিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে ফোন করা হলেও তিনি অসুস্থ থাকায় থানার পক্ষে মন্তব্য পাওয়া যায়নি। সিরাজুল ইসলাম গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের হামলায় আহত হয়েছিলেন।
৩০ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস