নিউজ ডেস্ক : অর্থ পাচার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানান, কর্মসূচির অংশ হিসেবে রবিবার সারা দেশের থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
সম্প্রতি অর্থ পাচারের দায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।
৩০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম