শনিবার, ৩০ জুলাই, ২০১৬, ১০:৩৬:৪২

প্রধানমন্ত্রীর কন্যা পুতুলের বিরাট অর্জন

প্রধানমন্ত্রীর কন্যা পুতুলের বিরাট অর্জন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিরাট অর্জন করেছেন।  তিনি ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক অর্জন করেছেন।  এটা দেশবাসীর আনন্দের সংবাদ।

‘অটিজম ও নিউরো ডেভেলপ মেন্টাল ডিসঅর্ডারস’ মোকাবেলায় অবদানের স্বীকৃতির জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজদ পুতুলকে এ পুরস্কার দেয়া হয়।

শনিবার বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে তার হাতে এ পদক তুলে দেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত।

সায়মা ওয়াজেদ ছাড়াও এ পদক পেয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড.এ কে আজাদ খান।  

ডায়াবেটিস প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখার জন্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ‘গ্লোবাল অ্যাওয়ার্ড’পাওয়ায় এ কে আজাদ খানকে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত বলেন, আর্তমানবতার সেবায় যারা আত্মনিয়োগ করেন, জাতি তাদের চিরদিন স্মরণ রাখে।  ডা. মোহাম্মদ ইব্রাহিম আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন।

ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ও ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা এ আর খান।
৩০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে