মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৬:২৪

প্রধানমন্ত্রীর মানহানি মামলায় মির্জা ফখরুলের জামিন

 প্রধানমন্ত্রীর মানহানি মামলায় মির্জা ফখরুলের জামিন

ঢাকা : শেখ হাসিনাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানহানি করার দায়ে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টায় মির্জা ফখরুল ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হন। এসময় তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত বছর ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ‘খুনি’ বলে বক্তব্য দেয়ার অভিযোগে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম-সিদ্দিক এ মামলা করেন।

ওইদিন ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদী নূর-ই-আলম-সিদ্দিকের জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তাঁর দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে