রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৮:৪২:০০

‘অবরুদ্ধ’ রিজভীর জামিন আবেদন আজ

‘অবরুদ্ধ’ রিজভীর জামিন আবেদন আজ

নিউজ ডেস্ক : প্রায় দুই দিন ধরে ‘অবরুদ্ধ’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নিম্ন আদালতে জামিন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবীরা এ আবেদন দাখিল করবেন।

শনিবার রাত পৌনে ১টার দিকে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তার জামিন সংক্রান্ত বিষয়ে এ পিটিশন দায়ের করা হবে।  

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় রুহুল কবির রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে, আগামী ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় রুহুল কবির রিজভী শিগগিরই আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

পরোয়ানা মাথায় নিয়ে গত ২৯ জুলাই বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী।  তবে এর আগ থেকেই কার্যালয়ের বাইরে গোয়েন্দা পুলিশসহ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়ায় কয়েকবার চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারেননি তিনি।

এর আগে, শনিবার রাত ৮টায় রুহুল কবির রিজভী বাংলামেইলকে বলেন, ‘শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে, আমি কয়েকবার চেষ্টা করেও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে পারছি না।’

বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিবের সঙ্গে চেয়ারপারসনের কার্যালয়ে আরো অবরুদ্ধ রয়েছেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও আরিফুর রহমান তুষার নামের একজন কর্মী।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে