আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টের আস্থা ভোটে শোচনীয়ভাবে হারলেন তিউনিশীয় প্রধানমন্ত্রী হাবিব এজিদ। ক্ষমতা গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় শনিবার অনুষ্ঠিত ভোটে ১১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মাত্র তিনটি ভোট পেয়েছেন হাবিব।
জোটের সদস্যরা আগে থেকেই অনাস্থা জানিয়ে আসছিলেন হাবিব সরকারের উপর। তাই এ ফল ছিলো অনেকটা প্রত্যাশিত।
হাবিব আগে থেকেই আঁচ করেছিলেন ভোটের ফলাফল এমন হবে। তিনি বলেন, আমি ১০৯ ভোট পাওয়ার জন্য আসিনি। আমি এসেছি জনগণ ও সংসদ সদস্যদের কিছু জিনিস জানাতে।
হাবিবের জোট সরকার চার দল নিয়ে গঠিত। আইএসের হামলা, জরুরি অবস্থা, নিরাপত্তা প্রভৃতি বিষয় নিয়ে বেশ বিপাকে ছিলো সরকার।
আস্থা ভোটে হাবিব হেরে যাওয়ায় পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সে আলোচনায় এখন সরগরম তিউনিশিয়া।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম