ঢাকা : গুলশানে ইতালীয় নাগিরক খুনের ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে গুলশান থানায় এক এসআই মামলাটি দায়ের করেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক চেজার তাবেল্লাকে গুলি করে হত্যা করা হয়। নিহত তাবেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। ওই হত্যার দায় স্বাকীর করে ওয়েবসাইটে বার্তা দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ