রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৩:৩২:৪৩

বাবুল আক্তারের ছুটি নিয়ে যা বললেন তার শ্বশুর

বাবুল আক্তারের ছুটি নিয়ে যা বললেন তার শ্বশুর

নিউজ ডেস্ক : চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের ছুটি শেষ হচ্ছে কবে? আদৌ তিনি ছুটিতে আছেন কি? এ বিষয়ে জানতে চাইলে তার শ্বশুর মোশাররফ হোসেন বলেন, ‘বাবুল আক্তার ছুটিতেই আছেন।’ তবে স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হওয়ার পর থেকে কর্মস্থলে যাননি।

চলতি বছরের জুনে স্ত্রী মিতু হত্যার পর থেকে সন্তানদের নিয়ে ঢাকায় শ্বশুর বাড়িতেই থাকছেন বাবুল আক্তার। মামলা তদন্তের এক পর্যায়ে তাকে ওই বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। ১৫ ঘণ্টা পর বাড়ি ফেরেন তিনি। তবে এরপর থেকে নিজের কর্মস্থল পুলিশ হেড কোয়ার্টার্সে জাননি বাবুল আক্তার।
 
কর্তৃপক্ষও তাকে চাকরিতে যোগদান করার জন্য কিছু বলেননি। তার কর্মস্থলে ফেরা নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে বাবুল নিজে এ প্রসঙ্গে কিছু বলছেন না।
 
এ বিষয়ে রোববার বাবুল আক্তারের শশুর মোশাররফ হোসেন বলেন, ‘আমার জামাতা (বাবুল আক্তার) বাড়িতেই থাকে। আমরা মনে করি সে ছুটিতে। তার ছুটি আছে কি শেষ সে বিষয়ে পুলিশ হেড কোয়ার্টার্স ভালো বলতে পারবে।’
 
তবে বিভিন্ন অসমর্থিত সুত্রে জানা গেছে, এসপি বাবুলের চাকরিতে যোগদান নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। একপক্ষ বলছে, বাবুল দ্রুত কর্মস্থলে ফিরে আসুক এবং সন্ত্রাসী ও জঙ্গি দমনে আগের মতোই ভূমিকা রাখুক। অন্যপক্ষ চাচ্ছে, বাবুল আর কর্মস্থলে না ফিরুক।
 
এ পর্যায়ে বাবুল চাকরিতে বহাল আছেন কিনা জানতে চাইলে বাবুলের শ্বশুর বলেন, চাকরিতে বহাল না থাকলে কি কি কারণে বহাল নেই, এ সংক্রান্ত কোন চিঠি বা নোটিশ পুলিশের পক্ষ থেকে পাইনি। সে ছুটিতেই আছে।
 
পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, স্ত্রীর মৃত্যুর পর থেকেই সারাদিন সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন বাবুল। অন্যান্য বিষয়ে কথা বললেও পরিবারের কারো সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন না তিনি। -জাগো নিউজ
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে