ঢাকা : দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, দেশে বন্যা শুরু হয়েছে। এ বন্যা মাঝে মাঝেই আসে। কাজেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জাতি হিসেবে আমাদের সবার দায়িত্ব পরিবেশ রক্ষা করা। দেশে প্রচুর নদী-নালা ও খাল-বিল রয়েছে। বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ দেশে। এ দেশের পরিবেশ সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে পাহাড় কাটা বন্ধ করতে হবে। কৃষিতে রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমাদের নদীগুলোর ড্রেজিং এবং পানির ধারণক্ষমতা বৃদ্ধি করতে হবে। কোথাও বন্যা হলে বন্যার জন্য জায়গা রাখা এবং তার প্রবাহ যেন ঠিক থাকে সে ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম