ঢাকা : মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। কর্মসূচি পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দাবি আদায়ে মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় সেখান থেকে ঢাকা মেডিকেলের পথে মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এরপর শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। সেখানে তাদের ঘিরে রেখেছে পুলিশ।
মুন্সী আব্দুর রব কলেজ থেকে আসা মেডিকেল পরীক্ষার্থী ওয়াফি ইসলাম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হই। সেখানে পুলিশের বাধার মুখে পড়ি।
এ সময় যারা মেডিকেলে ভর্তি হচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ