ঢাকা : মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যেগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের শ্রীমঙ্গল আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনকার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ফিরোজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আলাউর রহমান চৌধুরী, মুহিবুর রহমান তরফদার, সৈয়দ নওশের আলী খোকন, আতাউর রহমান লুকমান, এমদাদুল হক মিন্টু, সাইফুর রহমান বাবুল, প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন ও সৈয়দা সানজিদা শারমিন।
সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুর পর মৌলভীবাজার-৩ আসনটি শূন্য রয়েছে। তৃণমুল সভায় আসন্ন নেতাকর্মীরা এক মত পোষণ করে উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনের নাম ঘোষণা করেছেন। তৃণমূল সভায় রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কর্মীরা উপস্থিত ছিলেন।
২৯সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ