সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৭:৩২:২৪

নতুন কারাগার যেন ‘জান্নাত’

নতুন কারাগার যেন ‘জান্নাত’

নিউজ ডেস্ক : ঢাকার নজিম উদ্দিন রোডের প্রায় দুইশত বছরের পুরনো কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্থানান্তরের পর প্রথম আসামি হিসেবে জামিনে প্রথম মুক্তি পেয়েছেন মো. বাবু।

শনিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর কলাবাগান থানার মাদক মামলার আসামি বাবু মুক্তি পান।

দুই কারাগারের অভিজ্ঞতা বর্ণনায় বাবু বলেন, পুরান ঢাকার কারাগার ছিল এক রকম জাহান্নাম, আর নতুন কারাগার হল জান্নাতের মত।

তিনি বলেন, প্রায় দেড় মাস পুরান ঢাকার কারাগারে ছিলাম। সেখানে খাওয়ার পানি ও থাকার সমস্যা ছিল। এক ঘরে ১০০ মানুষ গাদাগদি করে থাকতে হত। রাতে গরমে ঘুম হত না। সকালে টয়লেটের সামনে প্রায় ঘণ্টা খানেক ধরে লাইনে দাঁড়াতে হত। ঠিকমতো গোসল করতে পারতাম না।

বাবু জানান, নতুন কারাগারে এসব সমস্যা নেই। এখানে এসে রাতে এক ঘরে ৪০ জন ছিলাম। ঘরে ফ্যান ছিল। বাতাস ছিল পর্যাপ্ত। পরিবেশটাও ভালো।

০১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে