সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০২:১৮:১০

বিদেশ যেতে হাইকোর্টের অনুমতি মিললো শওকত মাহমুদের ‍

বিদেশ যেতে হাইকোর্টের অনুমতি মিললো শওকত মাহমুদের ‍

ঢাকা: শারীরিক চিকিৎসার জন্য বিদেশ যেতে হাইকোর্টের অনুমতি পেলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের।

চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের একটি আবেদন করেন শওকত মাহমুদ।

এ আবেদনের শুনানী করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার (১ আগষ্ট) এ আদেশ দেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

গত ২৮ জুলাই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন এই সাংবাদিক নেতা। আবেদনটি ফাইল করেন অ্যাডভোকট মাসুদ রানা। সে আবেদনের শুনানী করে আজ আদালত চিকিৎসা নিতে  ৪০ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি পান শওকত মাহমুদ।

জানতে চাইলে পরে আইনজীবী এম. মাসুদ রানা বলেন, আমরা আদালতে বলেছি, শওকত মাহমুদ ডায়বেটিস, পিঠে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে তিনি থাইল্যান্ডে প্রতি তিন মাসে একবার চেকআপ করাতে যেতেন। কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারিরীক চেক আপ করানো সম্ভব হয়নি।

আমরা আরো উল্লেখ করেছি, যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। তাই বিদেশ যাওয়ার আগে বিষয়টি আদালতকে অবহিত করা দরকার। সেজন্য বিচারিক আদালতে গত ১৭ জুলাই একটি আবেদন করি। কিন্তু সেই আবেদন নামঞ্জুর হলে আমরা ২৮ জুলাই তার বিরুদ্ধে হাইকোর্টে আসি। সেই আবেদনের ওপর হাইকোর্টে গতকাল শুনানি হয়। পরে আজ আদালত এই আদেশ দেন।

প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পাওয়ায় শওকত মাহমুদ গত ২২ জুন জামিনে মুক্তি পান।
১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে