ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় যে সাজা হয়েছে তা ত্রুটিপূর্ণ বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্।
তিনি বলেছেন, ত্রুটিপূর্ণ রায়ে জনগণকে সঙ্গে নিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তারেক রহমানকে খালাস করে আনা হবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
এ প্রতিবাদ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।
হান্নান শাহ্ বলেন, প্রতিবছর কোটি কোটি টাকা ভারতে পাচার হচ্ছে। এবারো ঈদের আগে ১৫ দিনে ভারত প্রায় দেড় লাখ বাংলাদেশিকে ভারত যাওয়ার ভিসা দিয়েছে। গড়ে প্রত্যেকে ৩০ হাজার টাকা করে নিয়ে গেলে তাতে ৪০০ কোটি টাকার বেশি ভারতে গেছে।
তিনি বলেন, আপনাদের কোমরে জোর থাকলে ভারতে যে টাকা পাচার হচ্ছে তা ফিরিয়ে আনুন। পাচার বন্ধ করুন।
গুলশান, কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে হান্নান শাহ বলেন, এসব ঘটনা নিয়ে জনগণের মনে অনেক প্রশ্নে উঠেছে। এ নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। আমিও সেনাবাহিনীতে ছিলাম। সন্ত্রাসী, জঙ্গিদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি।
তিনি বলেন, আমাদের মধ্যে পেশাদারিত্ব ছিল। সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও কাউকে ক্রসফায়ারে দিইনি। এসব অভিযান নিয়ে যারা মামা, খালা বলে প্রমোশন নিয়েছে তাদের কৃতিত্ব নেয়ারও কিছু নেই।
বিএনপির এই নেতা বলেন, যদি কেউ এসব অভিযানের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক করতে চায় আমি এ নিয়ে যেকোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।
সরকারকে দিয়ে জঙ্গি নির্মূল হবে না দাবি করে হান্নান শাহ্ বলেন, এদের দিয়ে হবে না। কারণ সরকার সন্ত্রাসী ও জঙ্গিদের আশ্রয় দেয়। বেগম খালেদা জিয়া জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
তিনি বলেন, আমরা সেখানে আওয়ামী লীগসহ সবাইকে নিয়ে জাতীয় কনভেনশন করে কী কী করণীয় তা নিয়ে আলোচনা করতে চাই।
হান্নান শাহ্ বলেন, বাংলাদেশে ভারতীয়, রাশিয়ান বা আমিরেকান আগ্রাসী সেনা আসলে তা বরদাস্ত করা হবে না। যদি আগ্রাসী সেনা আসে তাহলে তাদের বুলেট দিয়ে খতম করার জন্য প্রস্তুত আছি।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচার মামলায় নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে হাইকোর্টের রায়ে তাকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
সংগঠনের সভাপতি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস