সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৪:৫৯:২৭

ঢাকায় সাময়িক বন্ধ থাকবে ইন্টারনেট

ঢাকায় সাময়িক বন্ধ থাকবে ইন্টারনেট

ঢাকা : রাজধানীর গুলশান হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধে ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেয়ার মহড়া করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।  তবে সাময়িক বন্ধ থাকবে।

সোমবার বিকেল থেকে মধ্যরাতের মধ্যে বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে।  এর সময়সীমা হবে ১৫ থেকে ৩০ মিনিট।

তবে কোন এলাকায় কখন ইন্টারনেট বন্ধ থাকবে তা জানা যায়নি।

 টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, সোমবার বিকেল থেকে মধ্যরাত অবধি ঢাকার কোনো কোনো এলাকা এ মহড়ার আওতায় আসবে।

তিনি বলেন, মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে তারযুক্ত ইন্টারনেটসহ (ফিক্সড ব্রডব্র্যান্ড) সব ধরনের ইন্টারনেট সেবা এ মহড়ার অন্তর্ভুক্ত হবে। এ মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে বলেও জানান বিটিআরসি প্রধান।

তিনি বলেন, যেসব এলাকার ইন্টারনেট বন্ধ থাকবে সেসব এলাকার গ্রাহকদের আগে থেকে জানানো সম্ভব হচ্ছে না।  এতে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র কিছু সমস্যা তো মেনে নিতেই হবে।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে