ঢাকা : চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
এরপর শুরু হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ পরীক্ষা ২০ থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
আজ সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সভায় এ পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়।
সভা শেষে হুমায়ুন খালিদ বলেন, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া হবে। এরপর ২০ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস