সোমবার, ০১ আগস্ট, ২০১৬, ০৮:১১:১৭

ঢাকায় ধেয়ে আসছে বন্যার পানি

ঢাকায় ধেয়ে আসছে বন্যার পানি

ঢাকা : ঢাকায় ধেয়ে আসছে বন্যার পানি বলে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে জানা গেছে।  ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষ্যা প্রভৃতি নদ-নদীর পানি বাড়ছে, যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত কয়েকদিনে দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের শেষভাগে আরেক দফা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।  মধ্যাঞ্চলে বন্যার পানি থমকে থাকা এবং তার সঙ্গে জোয়ারের প্রভাবে এক যুগের মধ্যে ঢাকা সবচেয়ে বড় বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যবারের মতোই পূর্বাঞ্চলের অরক্ষিত বন্যাপ্রবণ এলাকা দিয়ে বন্যার পানি ঢাকায় ঢুকবে।  গত দু-তিন দিনে যার লক্ষণ দেখা দিয়েছে শীতলক্ষ্যা আর বালু তীরবর্তী নিম্নাঞ্চলে পানির স্তরের ঊর্ধ্বমুখী অবস্থান থেকে।  ঢাকা মহানগরী রক্ষা বাঁধের একাংশ সমাপ্ত হলেও পূর্বাঞ্চলীয় বাঁধ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঢাকার গত এক দশকের বন্যা পরিস্থিতি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফলেও ঢাকার পূর্বাঞ্চলকে বন্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চল দিয়ে বন্যার পানি ঢাকায় ঢুকলে তা সরতে অনেক সময় লাগবে।  সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঢাকার সব সেবা সংস্থাকে সক্রিয়ভাবে প্রস্তুত করা দরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ঢাকার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।  

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাবেক পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার একটি বড় বন্যায় আক্রান্ত হয়েছে। উত্তরাঞ্চলে পানি কমতে থাকলেও মধ্য ও দক্ষিণাঞ্চল বন্যার কবলে পড়েছে।  এরই মধ্যে ঢাকাও।
১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে