মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৬:১০

মেডিক্যালের প্রশ্ন ফাঁসে ফের রিমান্ডে ইউজিসি কর্মকর্তা

মেডিক্যালের প্রশ্ন ফাঁসে ফের রিমান্ডে ইউজিসি কর্মকর্তা

ঢাকা : মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার ফের রিমান্ডে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজন।  তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন ওমর সিরাজ, ইমতিয়াজ হৃদয় এবং রেজাউল করিম।  এর আগে ২০ সেপ্টেম্বর আসামিদের দুইদিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছিল পুলিশ।

প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তারের পর ওমর সিরাজকে সাময়িক বরখাস্ত করেছে ইউজিসি।

গত ১৭ সেপ্টেম্বর একই ঘটনায় এক চিকিৎসকসহ চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তারা হলেন ডা. জেড এম এ সালেহীন শোভন (৪০), জসিম উদ্দিন ভূঁইয়া (৪১), এস এম সানোয়ার (৩০) ও মো. আখতারুজ্জামান তুষার (৩৮)।

গ্রেপ্তারের সময় ‘ফাঁস করা প্রশ্নপত্রের’ পাশাপাশি তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা এবং ১ কোটি ২১ লাখ টাকার ১৩টি চেক জব্দ করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, জসিম পেশায় একজন ব্যবসায়ী।  শোভন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সানোয়ার ই-হক কোচিং সেন্টারের শিক্ষক।  তুষার লাইলী-আবেদ কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

২০১১ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ২০ সদস্যের সঙ্গে জসিমও র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।  পরে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, গত শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে- এমন অভিযোগে পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে