মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৫২

নিরাপত্তার চাদরে কূটনৈতিক পাড়া

নিরাপত্তার চাদরে কূটনৈতিক পাড়া

ঢাকা : রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইতালিয়ান নাগরিক তাভেলা সিসারো নিহতের ঘটনায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে কূটনৈতিক পাড়া।  সেখানে তিনগুণ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যার পরপরই ওই এলাকায় আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।  সেইসঙ্গে জনগণের চলাচলের ওপর কড়ারোপ করা হয়েছে।  সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে।  কূটনৈতিক পাড়ার পথগুলোর শুরুতেই অন্য রাস্তা ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।
 
ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, কূটনৈতিক পাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  অন্তত তিনগুণ পুলিশ এখন সেখানে মোতায়েন রয়েছে।  এছাড়া আনসার, র‌্যাব, ডিবি, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।  বসানো হয়েছে তল্লাশি চৌকি।

২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক তাভেলা সিসারোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।  
তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।  তার বয়স আনুমানিক ৫০ বছর।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে