ঢাকা : বুধবার দেশজুড়ে মেডিক্যালে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা বিক্ষোভ করবে। ভর্তির ফলাফল বাতিল ও ফের পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ইশরাত জাহান সিমি।
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়।
সংবাদ সম্মেলনে সিমি বলেন, বুধবার সকাল নয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের বিভিন্ন এলাকার শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম