মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৭:৪০

‘জঙ্গি-সাম্প্রদায়িকরা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়’

‘জঙ্গি-সাম্প্রদায়িকরা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়’

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দিতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ কথা বলেন তিনি।

সমবেত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ইতিহাস জানতে হবে।  এ জন্য প্রয়োজন ঐতিহাসিক স্থান ও দলিল সরেজমিন ঘুরে দেখা ও জানা।   দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি জানতে হাতে-কলমে শিক্ষা নিতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, যারা জাতি-ইতিহাসকে সম্মান করে, তারাই নতুন ইতিহাস গড়তে পারে।  যে জাতি বীরের সম্মান দেয়, তারাই নতুন বীরের জন্ম দেয়।

এসময় তিনি ইতিহাস বিকৃতের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, শেকড়হীন কচুরিপানার মতো ভাসমান জঙ্গি-সাম্প্রদায়িকরা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়।  কারণ তাদের কোনো ইতিহাস নেই।  এদের কাছ থেকে দূরে থাকতে হবে।  

এসময় হাসানুল হক ইনুর সঙ্গে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে। রোটারি ক্লাবের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর এসএম শওকত হোসেনও এসময় উপস্থিত ছিলেন।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে