নিউজ ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তিন শিক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে এখন পর্যন্ত আটকদের নাম জানা যায়নি। রোববার রাতে পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও যশোর থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যশোর থেকে ৬ জন ও ঢাকার ডেমরা এলাকা থেকে ৩ জন রয়েছেন। ডেমরা থেকে আটক ৩ জনই কলেজ শিক্ষক বলে জানান