মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৮:৪৪:২৪

ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক জিম্বাবুয়ে ব্যাটসম্যানের দুর্দান্ত সাফল্য

ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক জিম্বাবুয়ে ব্যাটসম্যানের দুর্দান্ত সাফল্য

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েও ক্রিকেট পাগল দেশ। একের পর এক সিরিজ খেলছেই তারা। হার-জিত তাদের কাছে মুখ্য নয়, লড়াইটাই মুখ্য। দেশটির ক্রিকেট বোর্ড একের পর এক সিরিজের রুটিন করে বছর জুড়ে ব্যস্ত রাখে দেশটির ক্রিকেটারদের।

মাঝে মাঝে চমক দেখায় জিম্ববুয়ে। হঠাৎ করেই বড় বড় দেশকে হারিয়ে দেয় তারা। জিম্বাবুয়েও পেয়েছে কয়েকজন লড়াকু ব্যাটসম্যান। তাদের কল্যাণে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে দেশটি।

জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে জ্বলে ওঠার চেষ্টায় জিম্বাবুয়েও। জিম্বাবুয়ের এক ব্যাটসম্যান এরই মধ্যে অনবদ্য সেঞ্চুরি করে লড়াই জমিয়েছে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৮২ রান করেছে। এর জবাবে সর্বশেষ রিপোর্টে জিম্বাবুয়ে  ৩০৫ রান নিয়ে ব্যাট করছে। এখনো হাতে রয়েছে ৪টি উইকেট।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক জিম্বাবুয়ে ব্যাটসম্যানের দুর্দান্ত সাফল্য । তিনি ক্রিগ আরবান। এই রিপোর্ট লেখার সময় ক্রিগ আরবিন ১১৫ রান নিয়ে অপরাজিত। তারে আগে আউট হয়েছেন মুর।

তিনি ৭১ রানের ইনিং খেলেছেন। ওপেনার চিবাবা ৬০ রানের ইনিংস খেলেছেন। ৬ষ্ঠ জুটিতে জিম্বাবুয়ে করেছে ১৪৮ রান। নিউজিল্যান্ডকে টেক্কা দিতে হয়তো পারবে না দলটি। তবে ভালোই খেলছে তারা।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে