মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১১:১০:৩৩

আইসিসিতে ৩ ফরমেটেই সবার শীর্ষে সাকিব

আইসিসিতে ৩ ফরমেটেই সবার শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানই বাংলাদেশের বিস্মের বিস্ময়। ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেটার যা করতে পারেনি সে নজির নতুন করে স্থাপন করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।

আইসিসির ওয়েব সাইট কাঁপছে সাকিব আল হাসানে। আইসিসি স্বীকৃত ক্রিকেটের ৩টি ফরমেট হলো ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি।

এই ৩ বিভাগের অলরাউন্ডার র‌্যাকিংয়ে ফের সবার উপরে সাকিব আল হাসান। শুধু ৩ ফরমেটে সেরাই নন বরং সাকিবের আশপাশেও নেই দ্বিতীয় স্থানে থাকা বিদেশি ক্রিকেটাররা।

এই চিত্র দেখে অভিভূত না হয়ে উপায় নেই কারও। এটি বাংলাদেশের এক ছেলের অর্জন বলে গর্ব এদেশের মানুষের।  ওডিআই অলরাউন্ডার র‌্যাকিংয়ে সাকিব আল হাসানের পয়েন্ট ৪১৮। এখানে দ্বিতীয়স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিলশান। তার পয়েন্ট ৩৭১।

টেস্টে সাকিব আল হাসানের পয়েন্ট ৩৮৪। এখানে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। তার পয়েন্টে ৩৪৭। টি-টোয়েন্টিতে ৩৯৩। এখানে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ রয়েছেন সাকিবের পরে। তার পয়েন্ট ৩১৫।

আইসিসির পয়েন্ট টেবিলে সাকিব আল হাসানের সাথে দ্বিতীয়স্থানে থাকা ক্রিকেটারদের বিস্তর ব্যবধান। টাইগাররা খুব বেশি ম্যাচ না খেলার সুযোগ পাওয়ায় এই রেকর্ড কতদিন বহাল থাকে সেটা এখন দেখার বিষয়।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে