মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০১:০৩:৫০

দক্ষিণ আফ্রিকার ৪ ক্রিকেটারকে নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকার ৪ ক্রিকেটারকে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট এই চার ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে।

এই নিষেধাজ্ঞায় শেষ হতে যাচ্ছে তাদের জাতীয় দলে খেলার স্বপ্ন। দক্ষিণ আফ্রিকার ওই চারজনের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক থামি সোলেকাইলও। তাকে ১২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। জিন সাইমসকে ৭ বছর এবং ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২০১৫ সালের র‌্যাম-স্ল্যাম টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এর পরে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানায়, ২০১৬ সালের ১ আগস্ট থেকে তাদের নিষেধাজ্ঞা কার্যকর বলে ধরা হবে। দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডশন।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে