মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৭:৫১:০৯

ক্রিকেটে ফিরছেন উমর গুল

ক্রিকেটে ফিরছেন উমর গুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে ইংলিশদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ খেলার জন্য। ১৮ আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। এরপরে ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এই দুটি সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে দীর্ঘ দিন ঠাঁই পেয়েছেন উমর গুল।

পাকিস্তানের ওয়ানডে দলে রাখা হয়েছে চারজন পেসার। উমর গুল ছাড়াও রয়েছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং অভিষেকের অপেক্ষায় থাকা হাসান আলি।

২০১৫ সালের এপ্রিলের পর আর পাকিস্তান দলের হয়ে জাতীয় দলের ক্যাপ মাথায় দিতে পারেন নি উমর গুল। ৩২ বছর বয়সী এই পেসার হারিয়েই গিয়েছিলেন বলে অনেকে ধরে নিয়েছিলেন। নিজের কঠিন পরিশ্রম আর চেষ্টার ফলে আবারও পাকিস্তান দলে জায়গা করে নিলেন তিনি।

গত বছর নভেম্বরের পর আবারো ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন স্পিনার ইয়াসর শাহ। ডোপ কেলেঙ্কারির কারণে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন নি তিনি। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ ইরফান এবং ওপেনার আহমেদ শেহজাদ। শেহজাদের পরিবর্তে দলে প্রবেশ করেছেন ইনফর্ম ব্যাটসম্যান সামি আসলাম।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: আজহার আলি(অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, সোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে