মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৮:২১:০৮

ইংল্যান্ডের বিপক্ষে নেই তাসকিন-সানি!

ইংল্যান্ডের বিপক্ষে নেই তাসকিন-সানি!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ইংল্যান্ড সিরিজে তাদের(তাসকিন আহমেদ ও আরাফাত সানি) নিয়ে ভাবছি না। তারা এখনও পরীক্ষা দিতে যায়নি। তারা তাদের বোলিং অ্যাকশনে উন্নতি করে যাচ্ছে। তাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে।

হাথুরুসিংহের এমন কথায় স্পষ্ট; বোলিং অ্যাকশন শুধরে ফিরে আসলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে মাঠে নামা হচ্ছে না তাসকিন আহমেদ ও আরাফাত সানির। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতির জন্য এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প চলছে।

আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের স্কিল অনুশীলন। আগামী মাসে হয়তো ঘোষণা হবে সংক্ষিপ্ত একাদশ। সেখানে সুযোগ হচ্ছে না তাসকিন আহমেদ ও আরাফাত সানির। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেই তা স্পষ্ট।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেওয়ার পর নিষিদ্ধ হন বাংলাদেশের এ দুই বোলার।

এরপর থেকেই নিজেদের বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই বোলার। এরই মধ্যে তাসকিন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির তৈরি করা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। আপাতত তাসকিন প্রস্তুতি নিচ্ছেন আইসিসির নির্ধারিত ল্যাবে পরীক্ষায় দেওয়ার জন্য।

এদিকে মঙ্গলবার মিরপুরে রিভিউ কমিটির সামনে পরীক্ষা দেন আরাফাত সানি। শিগগিরই এর ফলাফল জানাবে বিসিবি। তিনিও আইসিসির নির্ধারিত ল্যাবে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে