মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৯:৪২:২৭

সম্মানজনক ফল আনতে চান সিদ্দিকুর

সম্মানজনক ফল আনতে চান সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার অলিম্পিক মিশন শুরু করতে যাচ্ছেন দেশের গলফ আইকন সিদ্দিকুর রহমান। এর আগে অলিম্পিক ভিলেজে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশের পতাকাবহনকারী এ গলফার। নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সম্মানজনক ফল বয়ে আনতে চান দেশের জন্য।

গলফে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অনেক আগেই। নিজের প্রথম অলিম্পিকেই উদ্বোধনী অনুষ্ঠানে বহন করেছেন দেশের পতাকা। ভিন্ন সেই অনুভূতি নিয়ে গর্বিত গলফার সিদ্দিকুর রহমান। রিওতে সারা বিশ্বের অ্যাথলেটদের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অলিম্পিক ভিলেজে আছেন সিদ্দিকুর রহমানও। সেই অভিজ্ঞতায়ও অনুপ্রাণিত বাংলাদেশী এ গলফার।

অলিম্পিকে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে গলফ কোর্সে নামতে চান না ২০১০ সালের ব্রুনাই ওপেন জয়ী এ গলফার। তবে আশা রয়েছে, দেশের জন্য সম্মানজনক ফল বয়ে আনার। ওয়াইল্ড কার্ড ছাড়া সরাসরি অলিম্পিকে অংশ নেয়া ৩১ বছর বয়সী এ গলফারের কোর্সের চ্যালেঞ্জটা ১৬ কোটি বাংলাদেশির প্রত্যাশা পূরণেরও।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে