মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১০:৫০:০৬

আমির আমার ভাইয়ের মত: হাফিজ

আমির আমার ভাইয়ের মত: হাফিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এখন বলেছেন, আমির(মোহাম্মদ আমির) আমার ভাইয়ের মত। দলের সবাই আমিরকে ছোটভাই হিসেবে গ্রহণ করেছে। সবাই তাকে সহযোগিতা করছে। যেন সে নিজের সেরাটা ঢেলে দিতে পারে।

তিনি বলেন, আমার বিশ্বাস, পুরো ইস্যুটা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। আসলে আমি তখন কোন নির্দিষ্ট ব্যাক্তির বিরোধিতা করিনি। আমি বিরোধিতা করেছিলাম এমন একটা বিষয়ের যেটা সত্যিকারার্থেই দলের এবং দেশের ভাবমুর্তির জন্য ক্ষতিকারক।

তিনি আরও বলেন, দুর্নীতিতে জড়িত কেউ যদি দলে থাকে তাহলে সেটা সবার জন্য নেতিবাচক এবং নৈতিকভাবে আমরা দুর্বল হয়ে যাবো। সে নৈতিকতা টিকিয়ে রাখার জন্যই মূলতঃ সবার আগে আমি হাত উঠাই এবং এই সিস্টেমের বিরোধিতা করি।

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে আমির যখন পাকিস্তান দলে ডাক পান এবং অনুশীলন ক্যাম্পে যোগ দেন, তখন তার বেশ বিরোধীতা করেছিলেন হাফিজ ও আজহার আলি। এ দু’জন তখন প্রস্তুতি ক্যাম্প থেকেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন। হাফিজই সবচেয়ে বেশি বিরোধি ছিলেন আমিরের। বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে আসেন নি তিনি আমিরের কারণে। এমনকি আমির খেললে তিনি পাকিস্তান দলে আর না খেলারও ঘোষণা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের হস্তক্ষেপে হাফিজ আর আজহার ক্যাম্পে ফেরেন। শাহরিয়ার খানকে নিশ্চয়তা দিতে হয়েছিল যে, আমিরের অন্তর্ভূক্তিতে দলের ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ হবে না কিংবা কোন অনাকাংখিত ঘটনাও ঘটবে না।
৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে