বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৪:১০:৩৯

রোমাঞ্চকর জয়ে উয়েফা সুপার কাপ রিয়ালের ঘরে

রোমাঞ্চকর জয়ে উয়েফা সুপার কাপ রিয়ালের ঘরে

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমের শুরুটা বেশ জাকজমক পূর্ণ হলো রিয়াল মাদ্রিদের। নরওয়ের ত্রোন্দহাইমে মঙ্গলবার রাতে ম্যাচটি ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল। টানা তিনবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের শুরুতে এগিয়ে গিয়েও হারতে বসেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। তবে যোগ করা সময়ে সের্হিও রামোসের নাটকীয় গোলের পর অতিরিক্ত সময়ে দানিয়েল কারবাহালের গোলে ইউরোপ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, টনি ক্রুস, পেপে ও কেইলর নাভাস ছাড়াই রামোস ও কারবাহালের নৈপুণ্যে শিরোপা জিতেই নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ।  একমাত্র তারকা করিম বেনজেমা ও মাঝমাঠের নিয়মিত সদস্য লুকা মদ্রিচ ফিট থাকলেও তাদের বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজান কোচ জিদান।

২১ মিনিটের মাথায় প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা এক বিদ্যুৎ গতির শটে বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান রিয়ালের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা এই তরুণ খেলোয়াড়। আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেস ৪১ মিনিটের মাথায় কোনাকুনি শটে বল জালে জড়ালে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

৭০ মিনিটে রিয়াল অধিনায়ক সের্হিও রামোস নিজেদের ডি বক্সে প্রতিপক্ষের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতোকে ফাউল করে বসলে পেনাল্টি পায় সেভিয়া। নিখুঁত লক্ষ্যভেদে সোভিয়াকে এগিয়ে দেন ইউক্রেনের মিডফিল্ডার ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা।

নির্ধারিত সময়ের শেষ মুহুর্ত পর্যন্ত সেভিয়া ব্যবধান ধরে রাখলে রিয়াল সমর্থকদের মনে নিশ্চিত হারের শঙ্কায় দানা বাধতে শুরু করেছিল। কিন্তু নাটকীয়তার তখনও ছিল বাকি; যোগ করা সময়ে রামোস হেডে বল জালে জড়ালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই বড় ধাক্কা খায় সেভিয়া; ফরাসি ডিফেন্ডার টিমোথি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

এরপর প্রায় পুরোটা সময় জুড়েই সেভিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ করে যা্ওয়া রিয়াল জয়সূচক গোলের দেখা পায় ১১৯তম মিনিটে। ডি বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন স্পেনের দানিয়েল কারবাহাল।

১০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে