বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৯:৫০:২২

এসেনসিও বুঝিয়ে দিলেন কী রত্ন হারিয়েছে বার্সেলোনা আর কী পেয়েছে রিয়াল?

এসেনসিও বুঝিয়ে দিলেন কী রত্ন হারিয়েছে বার্সেলোনা আর কী পেয়েছে রিয়াল?

স্পোর্টস ডেস্ক : আন্দালুসিয়ান ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল। কিন্তু এ ম্যাচের ফল অন্য রকমও হতে পারত। কাল রিয়ালকে প্রথম গোল এনে দিলেন যে মার্কো এসেনসিও, তার তো থাকার কথা ছিল ন্যু ক্যাম্পে, হওয়ার কথা ছিল মেসি-নেইমারদের সতীর্থ!

মায়োর্কায় জন্ম নেওয়া এসেনসিও প্রতিভার বিচ্ছুরণ দেখিয়ে বেড়াচ্ছেন একদম শৈশব থেকে। এতটাই যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই কিশোর এসেনসিওকে দলে টানতে চেয়েছিল।

কিন্তু এসেনসিও নিজের শহরের ক্লাবকেই বেছে নেন। মাত্র এক মৌসুম দ্বিতীয় বিভাগে খেলার পরই ২০১৪-১৫ মৌসুমের শুরুতেই তাঁর জন্য মায়োর্কার দারে হাজির হয় স্প্যানিশ দুই পরাশক্তি। ছোটবেলা থেকে বার্সেলোনার ভক্ত হওয়ায় এসেনসিও কাতালান ক্লাব টিকেই বেছে নেন।

মায়োর্কা ও বার্সেলোনার মধ্যে চুক্তিও হয়ে যায়। মাত্র ৪ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন এসেনসিও। কিন্তু অর্থটা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে একমত হতে পারেনি দুই ক্লাব। মায়োর্কা চেয়েছিল ৪ মিলিয়ন ইউরো প্রথমেই দিয়ে দেওয়া হোক।

আর বার্সেলোনা চেয়েছিল কিস্তিতে সে অর্থ দিতে, সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন শর্ত জুড়ে দিল তারা। মায়োর্কা সে প্রস্তাব ফিরিয়ে দিতেই দৃশ্যপটে চলে এল রিয়াল। ২০১৪ সালের ৫ ডিসেম্বর ৩.৯ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়াল দলে টানে তাকে। বাকি মৌসুমটা মায়োর্কাতেই ধারে পার করেন এসেনসিও।

২০১৫ মৌসুমের শুরুতেই স্পেনকে অনূর্ধ্ব-১৯ ইউরোর শিরোপা এনে দেন এসেনসিও। ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এই মিডফিল্ডার গত মৌসুমটা আবারও ধারে খেলতে যান এস্পানিওলে। কাতালান ক্লাবটিতে রীতিমতো আলো ছড়িয়েছেন এসেনসিও। গত মৌসুমে এস্পানিওলের ৫৫ ভাগ গোলেই জড়িত ছিলেন তিনি।

এ মৌসুমে তাই রিয়ালের জার্সিতে তাকে দেখার সম্ভাবনা কিছুটা জেগেই ছিল। কিন্তু তারকাসমৃদ্ধ রিয়ালের মধ্যমাঠে তো হামেস রদ্রিগেজের মতো খেলোয়াড়ই নিয়মিত সুযোগ পান না। সে জন্য এসেনসিও কিছুটা শঙ্কায় ছিলেন।

প্রাক-মৌসুমে সুযোগ পেয়েই নজর কাড়লেন আর কালকের ম্যাচ দিয়ে সব শঙ্কা নিজেই দূর করে দিলেন। অসাধারণ এক গোল করলেন, নিজের অভিষেক ম্যাচেই দলকে এনে দিলেন একটি শিরোপা। তিনি বুঝিয়ে দিলেন কী রত্ন হারিয়েছে বার্সেলোনা আর কী পেয়েছে রিয়াল?

ও, মজার কথা হলো, এসেনসিওর জন্য ৪ মিলিয়ন ইউরো খরচে রাজি না হয়ে বার্সেলোনা ওই একই পরিমাণ অর্থ দিয়ে দলে টেনেছিল ব্রাজিলিয়ান রাইট ব্যাক ডগলাসকে।

যে চুক্তিকে বার্সেলোনার ইতিহাসেরই সবচেয়ে বাজে দলবদলের একটি ধরা হয়। দুই মৌসুমে বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ খেলেছেন ডগলাস। এ জন্যই তো বলা হচ্ছে, বার্সার ভুলে জিতল রিয়াল।-প্রথম আলো
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে