বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১২:৩৫:৫৬

১৪৬ উইকেট শিকারি নতুন এক বোলার ডাক পেয়েছে পাকিস্তান দলে

১৪৬ উইকেট শিকারি নতুন এক বোলার ডাক পেয়েছে পাকিস্তান দলে

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার উমর গুল ও স্পিনার ইয়াসির শাহকে।

এছাড়া দলে নতুন মুখ ২২ বছর বয়সী তরুণ বোলার হাসান আলী। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন এই পেসার। এ ছাড়া লিস্ট ‘এ’-তে ২১ ম্যাচে ৪০ উইকেট নিয়ে সর্বমোট ১৪৬ উইকেট তার ঝুলিতে রয়েছে।
 
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। তাই আসন্ন সিরিজের জন্য আজহার আলীকে অধিনায়ক করে দল ঘোষণা করে পাকিস্তান।
 
২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের ওয়ানডে দলে সর্বশেষ খেলেছিলেন গুল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৬টি ওয়ানডে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৭৩টি।

গুলের মতো দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইয়াসিরও। পাকিস্তানের হয়ে সর্বশেষ গত বছরের নভেম্বরে খেলেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হবে ১৮ আগস্ট। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ২৪ আগস্ট।
 
পাকিস্তান ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ ও মোহাম্মদ নাওয়াজ। ক্রিকইনফো
১০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে