বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৪:১৪:১০

ড্যারেন স্যামির জন্য ওয়েস্ট ইন্ডিজের সাধারণ মানুষ রাস্তায়

ড্যারেন স্যামির জন্য ওয়েস্ট ইন্ডিজের সাধারণ মানুষ রাস্তায়

স্পোর্টস ডেস্ক : ড্যারেন স্যামি দুইবার ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতান। ওয়ানডে বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাও জেতান ড্যারেন স্যামি।

ক্রিকেটার হিসেবেও নক্ষত্রতুল্য ড্যারেন স্যামি। তবে এটি মানবে কোনো দ্বিধা ছিলো না দেশটির ক্রিকেট বোর্ডেরও। এই স্যামির নামেই একটি স্টেডিয়ামের নামকরণ করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

কিন্তু হঠাৎ করেই যেন স্যামির উপর নেমে আসে দেশটির ক্রিকেট বোর্ডের বৈরীতা। একটি ফোন কলেই তাকে জানানা হয় তিনি আর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে নেই।

টি-টোয়েন্টিতে স্যামির অধিনায়কত্ব হারানোয় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষে। তার জন্য দেশটির সাধারণ মানুষ রাজপথে নেমে এর প্রতিবাদ করছে।

এদিন বেশ কিছু ভক্ত ছবি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে জমায়েত হয় ড্যারেন স্যামি স্টেডিয়ামের বাইরে। অধিনায়ক পদ থেকে এবং স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি টেস্টে মাঠে না যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রন জানানো হয়।

সাধারণ জনগনের সাথে এই প্রতিবাদে যোগ দেন দেশটির কিছু জনপ্রিয় শিল্পীও। কর্তৃপক্ষ ভক্তদের প্ল্যাকার্ড নিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলার মাঠে ঢোকার অনুমতি দেয়নি।

তারা শান্তভাবে প্রতিবাদ জানালেও, স্থানীয় পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বাধ্য করে। প্রতিবাদ চলাকালেই মাঠের দিকে গাড়ি করে স্যামি আসেন। পরে স্যামির সাথে সেখানে কথা হয় ভক্তদের।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে