বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৭:৪৯:২৫

মিসবাহকে আমন্ত্রণ জানালো লর্ডস

মিসবাহকে আমন্ত্রণ জানালো লর্ডস

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে প্রত্যাবর্তন করার কথা ছিল একজনের। করে ফেলেন অন্যজন। আর তাতে ভেঙে যায় ক্রিকেটের ৮২ বছরের ইতিহাস। সেঞ্চুরি করে পাক অধিনায়ক মিসবাহ উল হক লর্ডসের টার্ফে হাত রেখে কয়েকবার শারীরিক কসরত করে দেখান। সমালোচনার মোক্ষম জবাব আর কি বা হতে পারে?

তবে রেকর্ডটা কি! গত ৮২ বছরে এত বয়সে এসে সেঞ্চুরি করতে পারেন নি কোনও ক্রিকেটার। ৪২ বছরে এসে সেটাই করে দেখালেন মিসবাহ। ১১৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান প্যাটসি হেনড্রেন। ম্যাচটা হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে।

শুধু সমালোচকরা নন, ম্যাচ শুরুর আগে ‘বুড়ো’ মিসবাহ বলে ঠাট্টা শুরু হয়েছিল ড্রেসিংরুমেও। কতদিন ক্রিকেট চালিয়ে যাবেন তিনি? কানে এসেছিল গঞ্জনা। দীর্ঘ এত দিনের ক্যারিয়ারে কখনও লর্ডসে কোনও টেস্ট খেলেন নি মিসবাহ। ইংল্যান্ড সফরে এলেও কোনও না কোনও কারণে তিনি বাদ পড়ে গেছিলেন লর্ডস থেকে।

প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছিলেন লর্ডসে। নেমেই করলেন সেঞ্চুরি। হানিফ মোহাম্মদের পরে তিনিই প্রথম পাক অধিনায়ক, যিনি লর্ডসে প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি পেলেন। তাই সমালোচনার জবাব দেন লর্ডসের টার্ফে শারীরিক কসরত করে।

এই রেকর্ডের ফলে মিসাবাহর লর্ডস অনার্স বোর্ডে। আর এই কারণে মিসবাহকে আমন্ত্রণ জানানো হয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে।

ফেসবুকে মিসবাহ লিখেছেন, ‘লর্ডস অনার্স বোর্ডে নাম ওঠায় আজ মিসবাহ উল হককে আমন্ত্রণ জানানো হয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে। এ গ্রেট অনার।’
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে